শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
মনে রাখতে হবে আর তা হলো সব মানুষ দিয়ে সব কিছু হয় না-বঙ্গবীর কাদের সিদ্দিকী
Home Page » জাতীয় » মনে রাখতে হবে আর তা হলো সব মানুষ দিয়ে সব কিছু হয় না-বঙ্গবীর কাদের সিদ্দিকী
বঙ্গ-নিউজ: আমরা যদি পঁচাত্তরের আন্দোলন-সংগ্রামের ভিত গড়ে না দিতাম, তাহলে এখন তাদের কবর রচনা হয়ে যেত বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শুক্রবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শোকই আমাদের শক্তি, বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ, প্রতিরোধ সংগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাসদ নেতা কর্নেল তাহেরকে কেন কবর দেয়া হলো, সে তো বঙ্গবন্ধু হত্যায় খুশি হয়েছিলো। তাকে সমুদ্রে ভাসিয়ে দেয়া হলো না কেন? এখন তার দলের প্রধানকে, তার বউকে এমপি বানানো হয়েছে। তার ভাই আনোয়ারকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি বানানো হয়েছিল।’
তিনি বলেন, ‘পঁচাত্তরে যারা আওয়ামী লীগ করেছে তারা যদি দলটিতে থাকতো তাহলে জননেত্রীর দেশ বিরোধীর কর্মকান্ড তাকে করতে দেয়া হত না। একটা জিনিস মনে রাখতে হবে আর তা হলো সব মানুষ দিয়ে সব কিছু হয় না।’
কয়লা চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিশ্বে অনেক দেশে অনেক কিছুই চুরি হয় কিন্তু কয়লা চুরি হয় না। দিনাজপুরে কয়লা হাওয়া হয়ে গেছে। কয়লা চুরির তদন্ত নয় বিচার হওয়া উচিৎ। এদেশে আসলে কিছুর বিচার হয় না।’
বাংলাদেশ সময়: ৮:৩০:০৫ ৪৪৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম