শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
সাংবিধানিক শাসনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে ড. কামাল
Home Page » জাতীয় » সাংবিধানিক শাসনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে ড. কামাল
বঙ্গ-নিউজ: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রাজনীতি হবে ইতিবাচক। তাই ইতিবাচকভাবেই রাজনীতি চর্চা করতে হবে। দেশের মানুষ রুগ্ন রাজনীতি বর্জন করে সুস্থ রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। তাদেরকে সাংবিধানিক শাসনের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে।
আজ শুক্রবার (৩১ আগস্ট) দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, জনগণের বাকস্বাধীনতা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার অধিকার অর্জন করতে হবে। জনগণের জানমালের স্বাধীনতা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি-সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।
তিনি সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলন ও নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক এবং জনগণ এ আন্দোলনকে সমর্থন করেছে উল্লেখ করে অবিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য দাবি জানান।
ড. কামাল অগ্রসরমান ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:১৮:২৭ ৪২২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম