শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
যুক্তফ্রণ্ট গঠন নিয়ে উদ্বিগ্ন হবার কিছুই নেই:রাশেদ খান মেনন
Home Page » জাতীয় » যুক্তফ্রণ্ট গঠন নিয়ে উদ্বিগ্ন হবার কিছুই নেই:রাশেদ খান মেনন
বঙ্গ-নিউজ: যুক্তফ্রণ্ট গঠন নিয়ে উদ্বিগ্ন হবার কিছুই নেই। কানা ছেলের নাম কখনই পদ্মলোচন হয় না। ড. কামাল হোসেন কে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন একথা বলেন।
মেনন আরো বলেন, ড. কামাল হোসেন সাহেব এর জোটে কখনই জন সমর্থন জোটেনি। তিনি আগেও বহুবার জোট করেছেন, ভেঙেও ফেলেছেন। নির্বাচনের আগ মুহুর্তে তাদের নতুন জোট গঠনের কারন ও লক্ষ্য দেশের মানুষের বুঝতে আর বাকি নেই।প্রতি নির্বাচনেই তারা এরকম জোট গঠন করে তাদের নির্বাচনী মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে থাকে।এবারও তাই করছে। এতে তাদের খুশি হবার কোন সুযোগ আছে বলে আমি মনে করিনা।
মেনন বলেন ‘বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছে ঠিকই কিন্তু এই হত্যাকান্ডের মূল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের নীল নকশা আমরা আজো দেখতে পাইনি। জিয়া-মোশতাকই যে এই হত্যাকাণ্ডের মূল হোতা একথা প্রকাশ করা ও বলবার সময় এখন চলে এসেছে। জিয়া-মোশতাক ৭৫ এ ষড়যন্ত্রের বীজ রোপন করেছিল, সেই বীজের ডালপালা সহ বৃক্ষ হচ্ছে বর্তমানের বিএনপি-জামায়াত।
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ্য প্রফেসর শেখ জুলহাস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সায়রা বেগম, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল আজাদ সরকার ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১০:৩২:২৭ ৭০৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম