বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮

এনআইডি সেবা নাগালে পেতে ঢাকার ৫ থানায় স্থানান্তর হবে ইসির অফিস

Home Page » জাতীয় » এনআইডি সেবা নাগালে পেতে ঢাকার ৫ থানায় স্থানান্তর হবে ইসির অফিস
বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: ঢাকা জেলার ৫টি থানা নির্বাচন অফিস আগারগাঁও থেকে স্থানান্তর করা হচ্ছে। এর ফলে রাজধানীবাসী এনআইডি সেবা পাবে হাতের নাগালে।

সূত্র জানায়, সূত্রাপুর থানা অফিস আগারগাঁও থেকে মিশন রোড মতিঝিলে স্থানান্তর করা হচ্ছে। কোতয়ালি থানা ও লালবাগ থানা অফিস নেওয়া হচ্ছে একই ভবনে। অন্যদিকে সবুজবাগ থানা নির্বাচন অফিস নেওয়া হচ্ছে হাজী আনোয়ার কমপ্লেক্সে। এছাড়া উত্তরা থানা অফিস নেওয়া হচ্ছে আজমপুর কাঁচাবাজার দক্ষিণখানে।

নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে এসব থানায় নির্বাচন অফিস স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ৯:৩৭:৩৮   ৫৫৩ বার পঠিত   #  #  #  #  #  #