মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮

রোহিঙ্গা গণহত্যায় জড়িত সেনাকর্মকর্তাদের বিচারের আওতায় আনার পরামর্শ জাতিসংঘ

Home Page » জাতীয় » রোহিঙ্গা গণহত্যায় জড়িত সেনাকর্মকর্তাদের বিচারের আওতায় আনার পরামর্শ জাতিসংঘ
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



ছবি: ইন্টারনেট

বঙ্গ-নিউজ: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যায় জড়িত দেশটির শীর্ষ সেনাকর্মকর্তাদের বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছে, জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারপারসন মারজুকি দারুসমান তাদের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে সোমবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন।

রাখাইন রাজ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে এবং যেভাবে এসব অপরাধ ঘটানো হয়েছে তা গণহত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিশনের চেয়ারপারসন মারজুকি দারুসমান বলেন, ‘রাখাইন রাজ্যের উত্তরের গণহত্যার তদন্ত করে সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’

গত বছরের আগস্টে, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে অভিহিত করে, যা আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।

রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে প্রায় ৭ লাখের মতো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ, রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।

তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে, মিয়ানমার সরকার। বরং তারা রোহিঙ্গা বিদ্রোহীদের দমনেই রাখাইনে সেনা অভিযান চালানো হয় বলে দাবি করে তারা।

২০১৭ সালের মার্চে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত এই মিশনের প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য পর্যাপ্ত তথ্য রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সূত্র: রয়টার্স ও এএফপি

বাংলাদেশ সময়: ৮:০৯:৩২   ৪২৯ বার পঠিত   #  #  #  #  #  #