সোমবার, ২৭ আগস্ট ২০১৮

ভাঙ্গায় হাই-ওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুইদিনে মামলা-৪৩ ভোগান্তির শিকার চালক ও যাত্রীরা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় হাই-ওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুইদিনে মামলা-৪৩ ভোগান্তির শিকার চালক ও যাত্রীরা
সোমবার, ২৭ আগস্ট ২০১৮



ভাঙ্গায় হাই-ওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুইদিনে মামলা-৪৩ ভোগান্তির শিকার চালক ও যাত্রীরা

এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- আদালতের নিষেধাজ্ঞা আরোপকৃত থ্রী-হুইলার বিশিষ্ট্য যানবাহন ও মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুরের ভাঙ্গায় হাই-ওয়ে পুলিশের চলছে বিশেষ অভিযান। অভিযানে রয়েছে বাস, ট্রাক, পিকাপ, ইজি-বাইক, মাহিন্দ্র সহ সকল প্রকার যানবাহনের শৃঙ্খলার সাথে চলাচল করতে আইন প্রয়োগ ও আটক করণ। ফলে অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে চালক ও যাত্রীদের। সরেজমিনে গেলে দেখা যায়, থ্রী-হুইলার বিশিষ্ট্য যানবাহনের যাত্রীরা স্বল্প পথ অতিক্রমের জন্য বেশিরভাগই ছোট যান ব্যবহার করে থাকেন। কিন্তু, ঈদ-উল আযহার ছুটি প্রায় শেষ হওয়ায় দূর পাল্লার যাত্রীদের উপচেপড়া ভিড়ে ও হঠাৎ অভিযানের ফলে একটু বেশী ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। এ বিষয়ে কয়েকজন যাত্রী ও থ্রী-হুইলারের চালকদের সাথে কথা হলে তাঁরা জানান, দূর পাল্লার যাত্রী সংখ্যা বেশী তাই ছোট যানবাহনে চলাচল করলে সহজ ও দ্রুত কাঙ্খিত স্থানে যাওয়া যায়। মহাসড়কে থ্রী-হুইলার বিশিষ্ট্য যানবাহন চলাচলে আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলা সহ আটক করা হয়েছে ইজি-বাইক, মাহিন্দ্র, নসিমন। এদিকে মামলা থেকে জরিমানা প্রদানের মাধ্যমে মউকুফ পেতে সময় সীমা বেঁধে দেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী চালকেরা। এ বিষয়ে ভাঙ্গা হাই-ওয়ে পুলিশের ইনচার্জ মাহফুজার রহমান সাংবাদিকদের বলেন, শৃঙ্খলার সাথে মহাসড়কের দূর্ঘটনারোধ করতে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৯   ৬১৫ বার পঠিত   #