সোমবার, ২৭ আগস্ট ২০১৮
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
Home Page » প্রথমপাতা » পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
বঙ্গ-নিউজ: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ভাদু শেখ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
রবিবার (২৬ আগস্ট) রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার অলঙ্কারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি রামদা উদ্ধার করা হয়।
ভাদু শেখ জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ইসহাক শেখের ছেলে। তার বিরুদ্ধে খুন-হত্যা-ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির প্রস্তুতিসভা করছিল ডাকাত দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার ভাদু শেখ নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ভাদু শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ৯:২২:৪০ ৪৯৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম