রবিবার, ২৬ আগস্ট ২০১৮

বিতারণের বর্ষপূর্তিতে বিক্ষোভ করেছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী

Home Page » জাতীয় » বিতারণের বর্ষপূর্তিতে বিক্ষোভ করেছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী
রবিবার, ২৬ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানের বর্ষপূর্তিতে, ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী। শনিবার কক্সবাজারের টেকনাফে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মিয়ানমার সরকারের বিচার ও নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানায়।

মিয়ানমারের সামরিক বাহিনী ও বৌদ্ধ সংঘগুলির মিলিত হামলায় সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এরই মধ্যে মিয়ানমারের এই আচরণকে ‘জাতিগত নির্মূলকরণ’ হিসেবে অভিহিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার টেকনাফের আশ্রয়শিবিরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে হাজার হাজার শরণার্থী অংশ নেয় এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ধর্ষণের বিবরণ তুলে ধরে।

এএফপি আরো জানায়, এ সময় তারা ‘জাতিসংঘের কাছে আমরা ন্যায়বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে। আশ্রয় নেয়া রোহিঙ্গারা সব ধরনের সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা পেলেও এভাবে অনিশ্চিত ভাসমান অবস্থায় দীর্ঘদিন থাকতে চায়না বলেও জানায় তারা।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে গত বছরের আগস্ট থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের এই ঢলে মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণ নতুন করে হুমকিতে পড়েছে। দেশটির নেত্রী নোবেলজয়ী অং সান সুচির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ৮:৩৬:১৯   ৪৩৪ বার পঠিত   #  #  #  #  #  #