রবিবার, ২৬ আগস্ট ২০১৮

পাঁচজন রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছে ইরান

Home Page » এক্সক্লুসিভ » পাঁচজন রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছে ইরান
রবিবার, ২৬ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: সরকারবিরোধী মিছিল করার অভিযোগে ২৯ বছর বয়সী নারী ইসরা আল গামগামসহ পাঁচজন রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজনই কাতিফের বাসিন্দা। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এ খবর দিয়েছে পার্সটুডে।

ইরানের বিচার বিভাগের মানবাধিকার সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব অধিকার সচেতন ও জুলুম বিরোধী মুসলমানদের ধ্বংসের নীতি গ্রহণ করেছে। এজন্য তারা সন্ত্রাসবাদের হাস্যকর অীভযোগ তুলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি আসল সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয় তাহলে প্রথমেই সৌদি শাসকদের বিচার হওয়া উচিত। কারণ তারাই হলেন প্রধান অভিযুক্ত। তারা মধ্যপ্রাচ্যে লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন।

সৌদি আরব ইরানবিরোধী মুনাফিকিন গোষ্ঠী এমকেও, আল-কায়েদা ও দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ ইয়েমেনের হুদায়দা প্রদেশে সৌদি আরব হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে।

সৌদি আরবের কাতিফের মজলুম অধিবাসীসহ দেশটির ন্যায়কামী মানুষের বিরুদ্ধে প্রকাশ্য অপরাধের পরিণতির বিষয়ে রিয়াদকে সতর্ক করেছে ইরানের বিচার বিভাগ। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মজলুম মানুষের বিরুদ্ধে সৌদি শাসকদের অপরাধযজ্ঞে আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন ও সহযোগিতা রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:১৭:৫৬   ৫৩২ বার পঠিত   #  #  #  #  #  #