শনিবার, ২৫ আগস্ট ২০১৮
বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ, কোটা আন্দোলনেও ব্যর্থ:ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ, কোটা আন্দোলনেও ব্যর্থ:ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ, কোটা আন্দোলনে ব্যর্থ, এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর ভর করেও ব্যর্থ হয়ে এখন তাদের একমাত্র রাজনীতি হলো গুজব সন্ত্রাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে চাপরাশিরহাটে এলাকাবাসীর সঙ্গে জম্মার নামাজ শেষে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি এবারও নির্বাচনে অংশগ্রহণ না করে ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু বিএনপি নিজেরাই নিজেদের যদি বাদ দেয় তাহলে আমাদের কি করার আছে। এসময় উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদের সদস্য আলা বকস টিপুসহ অনেকে।
বাংলাদেশ সময়: ৯:১৬:৩৮ ৩৫৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম