শনিবার, ২৫ আগস্ট ২০১৮
জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা
Home Page » জাতীয় » জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা
বঙ্গ-নিউজ: ঈদের পরই জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ শুক্রবার (২৪ আগস্ট) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসছে বলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, ঈদ পরবর্তী দলীয় কর্মপন্থা নির্ধারণ, দলীয় চেয়ারপারসনের মুক্তি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। নির্দেশ পেলে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:১০:৪৬ ৩৪০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম