শনিবার, ২৫ আগস্ট ২০১৮

দেশের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই:তোফায়েল আহমেদ

Home Page » জাতীয় » দেশের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই:তোফায়েল আহমেদ
শনিবার, ২৫ আগস্ট ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি আজ মাদার অব হিউম্যানেটি। মানবিক গুণাবলির জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে প্রসংশিত।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের পথ সভায় মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে ভাসানীর (ন্যাপ) এর মতো দলটি অস্তিত্বহীন হয়ে পরবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নতুন করে কোন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তারা ২০১৪ সালের নির্বাচনে অংশ গ্রহন করেনি। আর এবার না করলে সেটা হবে তাদের জন্য আত্মহত্যার শামিল।

উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:০৫:১২   ৩৮৯ বার পঠিত   #  #  #  #  #  #