শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮

লালবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

Home Page » জাতীয় » লালবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট
শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: রাজধানীর লালবাগের আলীরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত এক ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে জানান, রাজধানীর লালবাগের আলীরঘাটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে- একসঙ্গে কয়েকটি বসতবাড়িতে আগুন লেগেছে। তবে এটি বস্তি কিনা তা স্পষ্ট নয়। আগুনের সংবাদ পেয়ে প্রথমে ৭টি এবং পরবর্তীতে আর ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো আগুনের সূত্রপাত কিংবা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আলীরঘাটে কিছু ছোট ছোট ঘর রয়েছে। সেখানে আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ৮:৩১:১৩   ৩৩৬ বার পঠিত   #  #  #  #  #  #