
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
এবার চারটি গবাদি পশু কোরবানি দিলেন এমপি আবদুর রহমান বদি
Home Page » প্রথমপাতা » এবার চারটি গবাদি পশু কোরবানি দিলেন এমপি আবদুর রহমান বদি
বঙ্গ-নিউজ: নানান কারণে বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। প্রতি বারের ন্যায় এবারও কোরবানি দিয়েছেন তিনি। গত বছর দুটি পশু কোরবানি দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি চারটি গবাদি পশু কোরবানি দিয়েছেন।
বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, সংসদ সদস্য বদি এবার নিজ এলাকায় চারটি পশু কোরবানি দিয়েছেন। এবারের এক একটি পশুর দাম লাখ টাকার ওপরে। বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহার নামাজ আদায় করে টেকনাফের জালিয়াপাড়ার কটেজ প্রাঙ্গণে এসব পশু জবাই করা হয়।
হেলাল আরও বলেন, প্রতিবছরই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেন আবদুর রহমান বদি। সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ আদায় করেন। সেখান থেকে এসে সবাইকে নিয়ে গরু জবাই দেন। ঈদের দিনটা তিনি স্থানীয় মানুষের সঙ্গে কাটান।
বাংলাদেশ সময়: ৮:৪১:৪৬ ৪৩৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম