বুধবার, ২২ আগস্ট ২০১৮
আর কোনো নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
Home Page » জাতীয় » আর কোনো নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বঙ্গ-নিউজ: আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার( ২১ আগস্ট) বিকেলে, সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, মনে হয় আমার কর্মজীবনে এটা শেষ ঈদ। সুতরাং শেষ ঈদ উপলক্ষ্যে সবচেয়ে বেশি আন্তরিক শুভেচ্ছা সারা দেশের মানুষের জন্যে। বিশেষ করে সিলেটবাসী এবং আমার সংসদীয় আসনের লোকদের জন্যে। আমার সংসদীয় আসনের মানুষের কথা বিশেষ ভাবে মনে করতে হয় কারণ তারা যদি আমাকে নির্বাচনে না জিতাতো তাহলে ১০ বছর একটানা সরকারের সেবা করা সম্ভব হতো না। সুতরাং তাদের প্রথমেই ধন্যবাদ।
তিনি আরও বলেন, ‘আমার স্বাস্থ্য এখন আমাকে কাজ করতে বাধা দেয়। এখন স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে বেশি। এখন আমার আর সেই শারীরিক ক্ষমতা নেই।’
বাংলাদেশ সময়: ৮:৫৩:৪৪ ৩৯৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম