বুধবার, ২২ আগস্ট ২০১৮

ঈদুল ফিতরের মতই ঈদুল আজহাতেও জিয়ার কবর থেকে কারাগারে যাবে বিএনপি

Home Page » প্রথমপাতা » ঈদুল ফিতরের মতই ঈদুল আজহাতেও জিয়ার কবর থেকে কারাগারে যাবে বিএনপি
বুধবার, ২২ আগস্ট ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: বিএনপি নেতারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন বুধবার (২২ আগস্ট)সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র নেতারা রাজধানীর শের-ই-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও কবর জিয়ারত করবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতারা।

তিনি জানান, কবর জিয়ারতের পর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরনো কেন্দ্রীয় কারাগারেও যাবেন বিএনপি নেতারা।

উল্লেখ্য, ঈদুল ফিতরেও একই কর্মসূচি পালন করেছিল বিএনপি।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৩৮   ৪৫৬ বার পঠিত   #  #  #  #  #  #