বুধবার, ২২ আগস্ট ২০১৮
বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হলো
Home Page » জাতীয় » বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হলো
বঙ্গ-নিউজ: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ আগস্ট) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররমে এবারের ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠসহ বিভিন্ন স্থানে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।
দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে একই জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ৮:১৬:০০ ৪৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম