মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতৃ বৃন্দ সহ থানা ও নগর নেতৃ বৃন্দ।

Home Page » এক্সক্লুসিভ » শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতৃ বৃন্দ সহ থানা ও নগর নেতৃ বৃন্দ।
মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮



 

bongobondhu

বিশেষ প্রতিবেদক; বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত অন্যতম সক্রিয় ইউনিট শান্ত- মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতৃ বৃন্দ সহ থানা ও নগর নেতৃ বৃন্দ।

রাজধানীর উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইতিহাসে প্রথম বারের মতো ক্যাম্পাস প্রাঙ্গনে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী নিজেদের সক্রিয় উদ্যোগে পালন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রক্টর মোঃ জহিরুল হক, পরিচালক স্টুডেন্ট অ্যাফেয়ার মোঃ গোলাম রব্বানী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম- সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুহ। শোকাবহ এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাঃ বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের বর্তমান সভাপতি জাহিদ হাসান পারভেজ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট , ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সহ -সভাপতি ফয়সাল মাহ্মুদ, মোঃ নূরুজ্জামান সাইদুল, সাবেক সহ-সম্পাদক আবু শামিম, অন্তু কর্মকার, সোহানুর রহমান, মেহেদী হাসান, উত্তরা পশ্চিম থানা ছাত্র লীগের অন্যতম নেতা রুপম হাসান সহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সর্বস্তরের নেতাকর্মী। এই শোকাবহ অনুষ্ঠানে উপস্থিত আলোচক বৃন্দ বঙ্গবন্ধুর জীবনাদর্শ, শোকের স্মৃতি চারণ, দেশের সমসাময়িক অবস্থা ও ভবিষ্যতের দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনার এক পর্যায়ে প্রতিষ্ঠাতা যুগ্ম- সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুহ, ভবিষ্যতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় তথা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের যেকোনো ইতিবাচক দাবি আদায় ও আন্দোলনে সাধারণ ছাত্রদের পশে থাকবেন বলে অঙ্গীকার করেন। সভাপতি জাহিদ হাসান পারভেজ বলেন, শোক কে শক্তিতে পরিণত করে, জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে অদম্য গতিতে এগিয়ে যেতে হবে সকলকে। সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট , গুজবে কান না দিয়ে, নিজ নিজ ইউনিট কে আরো শক্তিশালী করে, দেশের উন্নয়ন এর স্বার্থে নৌকা বিজয়ের ধারা অব্যাহত রাখতে আহ্ববান জানান।
দোআ মাহফিল দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান টি, আলোচনা শেষে গরিব দুস্থ ও সর্বস্তরের জনসাধারণের মাঝে তবারক বিতরণ মদ্ধো দিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২২   ১৮৭২ বার পঠিত