মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮
বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত ১০ জন আহত
Home Page » জাতীয় » বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত ১০ জন আহত
বঙ্গ-নিউজ: নরসিংদীর বেলাবো উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আবুল হোসেন (৩০), আবদুল মিয়া (২৪), সুজন মিয়া (২২), রাহেলা বেগম (২০) মোবারক মিয়া (১৮)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দ্রুতগামী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আটজন ঘটনাস্থলেই নিহত এবং গুরুতর আহত হয় ১১ জন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। ঈদ উপলক্ষে তারা সবাই বাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব থেকে রাজধানীতে আসার সময় দড়িকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের এই ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৮:১৯:৫৮ ৫০৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম