সোমবার, ১৭ জুন ২০১৩

ইন্টারনেট বেলুন উড়াল গুগল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ইন্টারনেট বেলুন উড়াল গুগল
সোমবার, ১৭ জুন ২০১৩



google-300x171.pngবঙ্গ- নিউজ ডটকমঃ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবার বেলুন উড়িয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকে শনিবার উড়ানো হলো গুগলের এ ইন্টারনেট বেলুন। প্রায় পঞ্চাশ ফুট দৈর্ঘের ৩০ টি বেলুল ওড়ানো হয় এদিন। ভূ-পৃষ্ঠ থেকে অন্তত ২০ কিলোমিটার উপরে ভেসে থাকা এসব বেলুনের মাধ্যমেই ব্যবহার করা যাবে ইন্টারনেট।বেলুনে থাকা অ্যান্টেনা থেকে সম্প্রচার হবে থ্রিজি প্রযুক্তির ইন্টারনেট সেবা। প্রকল্পটি সফল হলে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছে গুগল।

ইন্টারনেট সুবিধা যেসব অঞ্চলে নেই সেসব যায়গায় ইন্টারনেট সেবা পৌছে দিবে গুগলের এই বেলুন। বেলুন থেকে ইন্টারনেট ব্যবহার করতে হলে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকতে হবে ছোট একটি এন্টেনা।

বর্তমানে পৃথিবীর প্রায় চারশো আশি কোটি লোক ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত। বেলুন পরীক্ষা সফল হলে, অনুন্নত অঞ্চলগুলোতে আরো বেশি মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌছে যাবে বলে আশা করছে গুগল।

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৬   ৬৭৯ বার পঠিত