শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
গুলশানের সিক্স সিজন হোটেলে এ শুরু হয়েছে ‘নারী উদ্যোক্তা মেলা-২০১৮’
Home Page » অর্থ ও বানিজ্য » গুলশানের সিক্স সিজন হোটেলে এ শুরু হয়েছে ‘নারী উদ্যোক্তা মেলা-২০১৮’
বঙ্গ-নিউজঃ ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে বর্ণাঢ্য ‘নারী উদ্যোক্তা মেলা-২০১৮’ আয়োজন করেছে উইমেন’স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন( WEO)।
বৃহস্পতিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় গুলশানের সিক্স সিজন হোটেলে এই বর্ণিল মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলাটি উদ্বোধন করেছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম।
স্টেপওয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সংগঠনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে এবং গল্পকার ও গণমাধ্যমকর্মী রোদেলা নীলার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেপ ওয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ হাসান, উইমেন’স এন্টারপ্রেনার এসোসিয়েশন ( WEA) এর সভাপতি নিলুফার করিম, তাজ আবায়া বুটিকস এর স্বত্বাধিকারী তাজ তানিয়া।
পরে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মেলায় বিভিন্ন ধরণের হাতের কাজ, ব্লক, বুটিক, জামদানি এবং মসলিনসহ নানান ধরণের জুয়েলারি সামগ্রি প্রদর্শন করেন উদ্যোক্তারা। এসময় আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, এই ধরণের আয়োজন দিয়ে নারী ক্ষমতায়নের পথকে আরও প্রসারিত করবে। নারীরা যাতে আত্মপ্রত্যয়ী হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা নিতে পারে সে লক্ষ্যে তাদের অনুপ্রেরণা যোগাবে।
মেলার মিডিয়া কো-অর্ডিনেটর রোদেলা নীলা জানান, আগামী কাল শুক্রবার পর্যন্ত মেলা চলবে। এতে নারী উদ্যোক্তারা তাদের উদ্ভাবনীয় পন্য প্রদর্শন করার সুযোগ পাবে। তাদের ব্যবসা ক্ষেত্রে এই মেলা অনবদ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৩:৪৭:২৮ ১০৩২ বার পঠিত #গুলশানের সিক্স সিজন হোটেল #নারী উদ্যোক্তা মেলা-২০১৮