সোমবার, ১৭ জুন ২০১৩

আবার কর্মব্যস্ত প্রিয়াংকা

Home Page » বিনোদন » আবার কর্মব্যস্ত প্রিয়াংকা
সোমবার, ১৭ জুন ২০১৩



prinka1-300x213.pngবঙ্গ- নিউজ ডটকমঃ এবার বিশ্ব বাবা দিবসে বাবাকে ছাড়াই কাটালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বাবার মৃত্যুর শোক ভুলে এখন তাকে ফিরতে হচ্ছে কাজে। ভারতের মুম্বাই মিরর জানিয়েছে, সোমবার থেকে তার পরবর্তী সিনেমার কাজে যোগ দিচ্ছেন তিনি। এটাই হবে বাবার মৃত্যুর পর তার প্রথম কাজ।দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত ৪ জুন দুপুরে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আমবানি হাসপাতালে মারা যান প্রিয়াঙ্কার বাবা সাবেক সেনা কর্মকর্তা ড. অশোক চোপড়া।

আর বাবার মৃত্যুর কারণে এতদিন শুটিং বন্ধ রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রিয়াঙ্কার অভিনয় জীবনের সফলতার পেছনে তার বাবার অসম্ভব অনুপ্রেরণা ছিল। আর তাই পিতৃশোক কাটিয়ে কাজে ফেরার অনুপ্রেরণাও তিনি সেখান থেকে পেয়েছেন।

ছবিটির প্রযোজক সঞ্জয় লীলা বানসালি অবশ্য চাইছিলেন প্রিয়াঙ্কা কাজে ফেরার জন্য আরও কিছু সময় নিবে। তবে এখন কাজে ফেরার জন্য প্রস্তুত বলে জানান প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ২০:৪১:০২   ৪৪৫ বার পঠিত