বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
১৪ দলের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা
Home Page » জাতীয় » ১৪ দলের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা
বঙ্গ-নিউজ: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আগামী শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করবেন সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৬ ৪২৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম