বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রায় ৯০ ভাগ সবুজ সংকেত পাওয়া গেছে:ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রায় ৯০ ভাগ সবুজ সংকেত পাওয়া গেছে:ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রায় ৯০ ভাগ সবুজ সংকেত পাওয়া গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করে এবং তাদের মদদ দেয় তারা কি হত্যাকারী নয়?

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিন সর্ম্পকে কাদের বলেন, একজন নেত্রী আছে, যার জন্মদিন পাঁচটি। এই নেত্রী জেলে থাকার কারণে কেক না কাটলেও ভিন্ন প্রক্রিয়া জন্মদিন পালন করেছে বিএনপি। ভুয়া জন্মদিন পালন করা একটা পাপ। একটা অপরাধ। এ পাপের নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। সারা বাংলা যখন শোকে, তখন ভুয়া জন্মদিবস পালনের মাধ্যমে পাপের নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। তারাই অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈধ সরকারকে হটানোর চক্রান্ত করছে। এদেরকে চিনে রাখতে হবে। তাদের সম্পর্কে জানতে হবে।

সরকার হটানোর চক্রান্ত চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান-ইলেভেনে যারা দেশকে ডিপলিটিসাইজ (বিরাজনীতিকরণ) করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। যারা (মিডিয়ার ওই অংশ) উসকানি দিয়ে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ৯ বছরে ১৮টি ঈদ গেলে কোনো আন্দোলন করতে পারলো না। আন্দোলন করতে না পেরে এখন তারা বিদেশিদের ডেকে ঘনঘন নালিশ করছে।

ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়ক তাছলিমা আক্তারের সভাপতিত্বে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, মেরিন জাহান, মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:২০   ৬৮০ বার পঠিত   #  #  #  #  #  #