সোমবার, ১৭ জুন ২০১৩
নিজের পক্ষে সাফাই স্বাক্ষী দিয়েছেন সাকা চৌধুরী
Home Page » জাতীয় » নিজের পক্ষে সাফাই স্বাক্ষী দিয়েছেন সাকা চৌধুরীবঙ্গ- নিউজ ডটকমঃ মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিজেই নিজের পক্ষে সাফাই স্বাক্ষী দিয়েছেন। ট্রাইবুনাল-১ এ প্রথম দিন স্বাক্ষ্য গ্রহণ আগে তিনি তার পারিবারিক ইতিহাস, শিক্ষা ও বংশ পরিচয় তুলে ধরেন এবং ফরমাল চার্জের বিষয়ে তার বক্তব্য দেন।এছাড়া আওয়ামীলীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও ফজলে করিম চৌধুরী এবং আওয়ামীলীগ নেতা সালমান এফ রহমানকে চাচাতো -খালাতো ভাই বলে পরিচয় দেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
এ সময় ১৮ই জুন দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণের আগে তার দুই আইনজীবীর সাথে সাক্ষাতের অনুমতি চাইলে তা মঞ্জুর করে আদালত।
তবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের সঙ্গে মামলা বা অভিযোগের কোন সম্পৃক্ততা নেই।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের ব্যাপারে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৈয়দ মো. কায়সারকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি গ্রেপ্তার আছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, কায়সারের বাবা সৈয়দ সাঈদ উদ্দিন আহমেদ ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
কায়সারের মামা হাজি রশিদ মঞ্জুর আলীও একই দল থেকে একই বছর কুমিল্লা-১ আসনে সাংসদ নির্বাচিত হন। তাঁর বাবা মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানি সেনাদের গুপ্তচর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধারা তাঁকে গ্রেপ্তার করে আগরতলায় আটকে রাখেন। কিন্তু সাঈদ উদ্দিনের ভাগনে ও সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ মানিক চৌধুরী তাঁকে ছাড়িয়ে আনেন। পরে দেশে ফিরেই তিনি ও তাঁর ছেলে মিলে স্বাধীনতাবিরোধী কাজ শুরু করেন। ওই সময় কায়সার বাহিনী গঠন করেন।
বাংলাদেশ সময়: ২০:৩৭:০২ ৪৯১ বার পঠিত