বুধবার, ১৫ আগস্ট ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ
Home Page » জাতীয় » ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ
বঙ্গ-নিউজ: শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত আছে বলেও জানান প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে অবহিত আছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কী হবে সেটি জানা যাবে।
সহপাঠিদের সূত্রে জানা যায়, ইমি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল। এছাড়া সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সদস্য ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১০:৪৬:১৭ ৪৭২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম