মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল এর সম্পাদক গোলাম সারওয়ার আর নেই
Home Page » জাতীয় » দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল এর সম্পাদক গোলাম সারওয়ার আর নেই
বঙ্গ-নিউজ: দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল এর সম্পাদক গোলাম সারওয়ার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ আগস্ট) রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।
নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
বর্ষীয়ান এই সাংবাদিকের মৃত্যুতে বিডি২৪লাইভ পরিবারের পক্ষ থেকে শোক ও শোকস্তব্দ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
বাংলাদেশ সময়: ৮:৪৩:৩৫ ৫৪৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম