সোমবার, ১৩ আগস্ট ২০১৮
সৌদিআরবে হজ্বব্রত তিনজন হাজী ইন্তেকাল করেছেন
Home Page » এক্সক্লুসিভ » সৌদিআরবে হজ্বব্রত তিনজন হাজী ইন্তেকাল করেছেনআল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ-চলতি বছর পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা মদিনা ও জেদ্দায় তিন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।
নিহত তিন বাংলাদেশি হজ্বযাত্রী হলেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের নাজমুল হোসাইন খিদীরপুরী(৪১), চট্টগ্রাম বাঁশখালী সাধনপুরের গোলামুর রহমান (৬১) ও শেরপুর জেলার মুহাম্মাদ. মঈন উদ্দিন (৭৪)।
গতকাল শনিবার এই তিনজন হজযাত্রী মারা যান। মক্কায় বাংলাদেশ হজ্ব কার্যালয়ের হজ্ব কাউন্সেলর মাকসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে।
এ বছর পবিত্র হজ্ব পালন করতে এসে এ পর্যন্ত মক্কায় ২৫, মদিনায় ৫, জেদ্দায় দুজনসহ মোট ৩২ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ২৬ জন পুরুষ।
রোববার সকাল পর্যন্ত পবিত্র হজ্ব পালন করতে বাংলাদেশ থেকে এক লাখ নয় হাজার ৬৭ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন।
বাংলাদেশ সময়: ৮:৩৮:৪৮ ৮৬০ বার পঠিত