শনিবার, ১১ আগস্ট ২০১৮
চট্টগ্রাম ও মাগুরায় ‘বন্দুকযুদ্ধে নিহত ২
Home Page » জাতীয় » চট্টগ্রাম ও মাগুরায় ‘বন্দুকযুদ্ধে নিহত ২
বঙ্গ-নিউজ: চট্টগ্রাম ও মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নাসির ও বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মহম্মদপুরে রামপুর এলাকায় ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। এসময় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতেই গুলিবিদ্ধ হয়ে বাশারের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে। এছাড়া নিহত সোহাগের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় নাসির নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নাসির শীর্ষ সন্ত্রাসী। তার নামে থানায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪০:৪৪ ৫২৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম