সোমবার, ১৭ জুন ২০১৩

‘মালয়শিয়ায় কর্মী পাঠানোয় প্রভাব ফেলবে পদ্মা সেতু প্রকল্প’

Home Page » জাতীয় » ‘মালয়শিয়ায় কর্মী পাঠানোয় প্রভাব ফেলবে পদ্মা সেতু প্রকল্প’
সোমবার, ১৭ জুন ২০১৩



bernama-logo-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ পদ্মা সেতু প্রকল্প নিয়ে মালয়শিয়ার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত না হলে, সেদেশে বাংলাদেশি শ্রমিক রফতানির বিষয়টিও একই পরিণতি পাবে- এমন ইঙ্গিত দিয়ে খবর প্রকাশ করেছে মালয়শিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামা।মালয়শীয় সরকারের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সেদেশের সরকারি বার্তাসংস্থা বার্নামা। সেতু নির্মাণে দরপত্র ডাকার দু’সপ্তাহের কিছু আগে এমন খবর প্রকাশ করেছে বার্তাসংস্থাটি।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্নামাকে বলেন, পদ্মা সেতু সমঝোতা স্মারকের সম্মান রাখা উচিত। নইলে দুই সরকারের স্বাক্ষরিত অন্যান্য স্মারকগুলো বিশেষ করে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে যে সমঝোতা স্মারক হয়েছে তারও একই পরিণতি হবে।

২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করার পর মালয়শিয়া বাংলাদেশকে এ নিয়ে একটি প্রস্তাব দিয়েছিল।

এরপর দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় গত বছরের ১০ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২০:৩২:৩১   ৪১৭ বার পঠিত