সোমবার, ১৭ জুন ২০১৩

শেষ চারে আয়োজক ইংল্যান্ড

Home Page » খেলা » শেষ চারে আয়োজক ইংল্যান্ড
সোমবার, ১৭ জুন ২০১৩



england1-265x225.pngবঙ্গ- নিউজ ডটকমঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টি মাথায় নিয়েই খেলা চলছে গেলো দুদিন। রোববার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরুর আগেও কেঁদেছে আকাশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড।বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে ২৩ ওভার ৩ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৫৯ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

কার্ডিফে ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর দিকেই হোঁচট খেয়েছে কিউইরা। ৬২ রানে হারিয়েছে পাঁচ উইকেট। তবে এক প্রান্তে লড়াই করেছেন কেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে করেছেন ৬৭ রান। তার বিদায়ের পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত ২৪ ওভারে আট উইকেটে ১৫৯ রান সংগ্রহ করতে পেরেছে কিউইরা।

৩২ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জেমস অ্যান্ডারসন।

এর আগে ৭৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডেকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব অ্যালিস্টার কুক ও জো রুটের (৩৮)।

৪৭ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৬৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কুক।

নিউজিল্যান্ডের পক্ষে কাইল মিলস চারটি ও মিচেল ম্যাকক্লেনাগান তিনটি উইকেট নিয়েছেন।

স্কোর:

ইংল্যান্ড: ২৩.৩ ওভারে ১৬৯ (কুক ৬৪, বেল ১০, ট্রট ৮, রুট ৩৮, মর্গ্যান ১৫, বাটলার ১৪, বোপারা ৯, ব্রেসনান ৪, ব্রড ০, ট্রেডওয়েল ০, অ্যান্ডারসন ০*; মিলস ৪/৩০, ম্যাকক্লেনাগান ৩/৩৬, ভেট্টরি ১/২৭, নাথান ম্যাককালাম ১/৩০)

নিউজিল্যান্ড: ২৪ ওভারে ১৫৯/৮ (গাপটিল ৯, রঞ্চি ২, উইলিয়ামসন ৬৭, টেইলর ৩, ব্রেন্ডন ম্যাককালাম ৮, ফ্র্যাঙ্কলিন ৬, অ্যান্ডারসন ৩০, নাথান ম্যাককালাম ১৩, মিলস ৫*; অ্যান্ডারসন ৩/৩২, বোপারা ২/২৬, ব্রেসনান ২/৪১, ব্রড ১/২৫)

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২৬   ৪৭০ বার পঠিত