বুধবার, ৮ আগস্ট ২০১৮
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন নামে এক ব্যক্তি নিহত
Home Page » জাতীয় » র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন নামে এক ব্যক্তি নিহত
বঙ্গ-নিউজ: কুমিল্লার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার ছেলে।
বুধবার (৮ আগস্ট) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শুভ রঞ্জন চাকমা।
তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে র্যাবের দাবি।
র্যাব সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে র্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।
ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান এক ক্ষুদে বার্তায় জানান, নিহত ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫৭:২৬ ৬১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম