সোমবার, ১৭ জুন ২০১৩
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Home Page » সারাদেশ » ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগবঙ্গ- নিউজ ডটকমঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভুলে ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ‘হোসনে আরা ক্লিনিকে’ এ ঘটনা ঘটে। ফাতেমার স্বামী জুয়েল মোল্লা জানান, সিজারিয়ান অপারেশনে কন্যা সন্তান প্রসবের পরপরই ফাতেমা বেগম মারা যান। তবে ক্লিনিকের গাইনি চিকিৎসক ফৌজিয়া রহমান দাবি করেন, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়নি।তিনি বলেন, সকাল পৌনে ৮টায় ফাতেমার সিজার করা হয়। এসময় এক কন্যা সন্তান প্রসব হয়। সিজারের পরপরই প্রসূতির উচ্চ রক্তচাপ দেখা দিলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্স ঢাকায় নেয়ার সময় তিনি মারা যান বলে জানান ওই চিকিৎসক।সিরাজদিখানের রশুনিয়া শনিয়াপাড়া এলাকার বাসিন্দা জুয়েল মোল্লা ও ফাতেমা দম্পতির এটি প্রথম সন্তান। নবজাতক শিশুটি সুস্থ রয়েছে বলে ক্লিনিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হোসনে আরা ক্লিনিকের গাইনি চিকিৎসক ফৌজিয়া রহমান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫০ ৪৪৪ বার পঠিত