
মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮
প্রযুক্তি আইনের আওতায় শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
Home Page » জাতীয় » প্রযুক্তি আইনের আওতায় শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
বঙ্গ-নিউজ: প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ আগস্ট) তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এদিকে শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
এর আগে সোমবার দুপুরের দিকে ফটোসাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা করা হয়।
উল্লেখ্য, রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ৮:৩৭:৪৬ ৫৭৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম