সোমবার, ৬ আগস্ট ২০১৮
ভাঙ্গায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
Home Page » জাতীয় » ভাঙ্গায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে নদীর পানিতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে, রবিবার বিকালে জাফর শেখের পুত্র মো: এনামুল হক (২২) বাড়ীর পাশে কুমার নদীতে ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় চড়লে মৃগী রোগ থাকায় চুমুরদী পুরাতন হাঁট সংলগ্ন স্থানে নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটায় এনামুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার ২৬ দিনপূর্বে তাঁর বড় ভাই শেখ কামরুল মলয়েশিয়া প্রবাশীর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৬ ৫৫৬ বার পঠিত #পানিতে ডুবে যুবকের মৃত্যু