রবিবার, ৫ আগস্ট ২০১৮

কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সৈন্য ও সাত জঙ্গি নিহত

Home Page » জাতীয় » কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সৈন্য ও সাত জঙ্গি নিহত
রবিবার, ৫ আগস্ট ২০১৮



 

 ছবি:ইন্টারনেট থেকে

     বঙ্গ-নিউজ: ভারতের অমীমাংসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে এক ভারতীয় সৈন্য ও সাত জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। দক্ষিণাঞ্চলের শোপিয়ান শহরের উপকণ্ঠে শুক্রবার রাতে শুরু হওয়া বন্দুকযুদ্ধ চলে শনিবার ভোর পর্যন্ত।

 

 ভারতের কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় জঙ্গিদের সাথে তাদের গুলি বিনিময় হয়।

এতে উত্তর-পশ্চিমাঞ্চলের সোপোরে দুই জঙ্গি ও এক সৈন্য নিহত হয়। এছাড়া শুক্রবার রাতে এক জঙ্গি এবং শনিবার ভোরে আরো চার জঙ্গি নিহত হয়।

প্রসঙ্গত, বৃটিশ শাসনমুক্ত হওয়ার পর থেকেই অমীমাংসিত কাশ্মির রাজ্য নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। পারমাণবিক ক্ষমতাধর ভারত-পাকিস্তান উভয়েই এর অংশীদার।

পাকিস্তানের অধীনে স্বাধীন রাজ্য হিসেবে কাশ্মিরকে চায় এক গোষ্ঠী। অন্যদিকে, ভারতের অধীনে কাশ্মিরকে চায় আরেক গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ৯:৪৩:০৭   ৫৮৪ বার পঠিত   #  #  #  #  #  #