রবিবার, ৫ আগস্ট ২০১৮
আজ থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ:ডিএমপি কমিশনার
Home Page » জাতীয় » আজ থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ:ডিএমপি কমিশনার
বঙ্গ-নিউজ: নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রোববার থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা রবিবার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ পালন করব।’
ডিএমপি প্রধান বলেন, ‘ট্রাফিক সপ্তাহ পালনের সময় ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া চালক এবং যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে ট্রাফিক সপ্তাহ পালনের সময় ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সাহায্য করতে পারে।’
শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থনের কথা জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘আন্দোলন ভিন্নখাতে নিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। ‘তাই আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’
নিরাপদ সড়ক এবং কুর্মিটোলায় বাসচাপায় দুই সহপাঠীর নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি ও নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। রাজধানীর প্রায় সব রাস্তাতেই তাদের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করে চালকদের লেন অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন।
বাংলাদেশ সময়: ৯:১৩:৫৮ ৫১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম