শনিবার, ৪ আগস্ট ২০১৮

‘অভ্যাস’ তাহেরা মোন্নাফ

Home Page » সাহিত্য » ‘অভ্যাস’ তাহেরা মোন্নাফ
শনিবার, ৪ আগস্ট ২০১৮



 অভ্যাস

আমরা জাতে বাঙালী
পরের ধনের কাঙ্গালি
ভালো কিছু লাগেনা ভালো
শুধুই গাই প্যাচালি।

অন্ধকার লাগে ভালো
আলোতেও খুঁজি কালো
যতই তারে রাখো ভালো
আগেরটাই ছিল ভালো।

সোজা পথে চলে না পা
বাঁকা কথা বলতে সোজা
পরের ভুলে জারিজুরি
নিজেই পাকাই জগাখিচুড়ী।

নিজের গালি সাত খুন মাফ
পরের কথায় করি বেত্রাঘাত
সুস্থ ভাবনায় চলে না মন
পরের খিস্তি বড়ই আপন।

নিষ্পাপ কে বানাই পাপী
নিরাপরাধ কে অপরাধী
শৃঙ্খলা কে বলি জঞ্জাল
বিশৃঙ্খলতা আমাদের হাল।

উলোপথে চলতে মজা
ভালোমানুষ পায় সাজা
উচিৎ কথায় বিলাই বেজার
বাঙালী, পরিচয় আমার।

বিকেল,৪.৩৫
৩.৮.২০১৮
বনশ্রী

বাংলাদেশ সময়: ২:৩৪:৪৩   ৭৯৬ বার পঠিত   #  #