শুক্রবার, ৩ আগস্ট ২০১৮

ছোট শিক্ষার্থীরা সুপার হিরো,তবে শেখ হাসিনার সরকারও ভিলেন নয়- ইনু

Home Page » জাতীয় » ছোট শিক্ষার্থীরা সুপার হিরো,তবে শেখ হাসিনার সরকারও ভিলেন নয়- ইনু
শুক্রবার, ৩ আগস্ট ২০১৮



 

ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: ছোট শিক্ষার্থীরা সুপার হিরো। তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তাদের নয় দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (৩ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকি কাজটুকু সরকার করবে। আপনারা যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে। ছবি সংগৃহীত বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। তিনি বলেন, দুর্ঘটনা এ ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সঙ্গে সরকারের কোনো হাত নেই। এই ব্যাপারে ঘটনার প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি চায় না।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৩   ৬১৬ বার পঠিত   #  #  #  #  #  #