বুধবার, ১ আগস্ট ২০১৮

ভাঙ্গায় কাজী জাফরউল্লাহ ও এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-অফিস ভাংচুর ॥ আহত ৫

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় কাজী জাফরউল্লাহ ও এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-অফিস ভাংচুর ॥ আহত ৫
বুধবার, ১ আগস্ট ২০১৮



ভাঙ্গায় কাজী জাফরউল্লাহ ও এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-অফিস ভাংচুর ॥ আহত ৫

এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার চৌকিঘাটা হাটে এমপি নিক্সন চৌধুরী একটি জনসভা করেন। উক্ত জনসভা শেষে নিক্সন চৌধুরীর সমর্থকরা ভাঙ্গা টাউনপাড় উপজেলার সামনে অবস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখার অফিস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার অফিস ভাংচুর সহ অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও অফিসের আসবাবপত্র অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। একইসাথে সংঘবদ্ধ দলটি হাজারহাটি গ্রামের পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফিরোজ খয়রাতীর বাড়িতেও ব্যাপক ভাংচুর করে। উক্ত সংঘর্ষে আওয়ামীলীগের চারজন সমর্থক আহত হয়। আহতরা হলো সোহাগ মোল্লা (২৫), দেলোয়ার হোসেন (৩০), শাহেন শাহ (৩০), কামাল মাতুব্বর। অপর দিকে এমপি নিক্সন চৌধুরীর একজন সমর্থক আহত হয়ে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের অফিস ভাংচুর করায় ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা তাৎক্ষনিকভাবে এক প্রতিবাদ মিছিল করে অফিস ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এব্যাপারে বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক (মিরু মুন্সি), পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন ও আইয়ুব মুন্সি এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিউল মিয়া ও পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমান জাকারিয়া, আওয়ামীলীগ নেতা বিল্লাল শরীফ, ফিরোজ খয়রাতী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সৈয়দ আলীর নেতৃত্বে তিন পাড়ের আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে বিশাল এক প্রতিবাদ মিছিল করেন। উক্ত মিছিলে উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এর পদত্যাগসহ তার বিচার দাবী করে নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দেন। এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উভয় পক্ষেরই দরখাস্ত পেয়েছি একটি মামলা রুজু হয়েছে বাকিটা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৪   ৮৫৫ বার পঠিত   #