বুধবার, ১ আগস্ট ২০১৮
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
Home Page » আজকের সকল পত্রিকা » ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বঙ্গ-নিউজ ; টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের শূন্য রানে বিদায়ের পর মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। তবে বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্যটা কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। কমে যায় ওভারও। বৃষ্টি আইনে (ডার্কওয়ার্থ লুইস) ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান।
বৃষ্টির কারণে এক ঘণ্টা পর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ওভারে তাদের দুটি উইকেট তুলে নেন বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারের দ্বিতীয় ও শেষ বলে এভিন লুইস (২) ও আন্দ্রে ফ্লেচারকে (৭) ফেরান।
দুই ওভার শেষে দুই উইকেট হারিয়ে ক্যারিবীয়দের রান ছিল ১০। এরপর শুরু হয় স্যামুয়েলস ঝড়। আন্দ্রে রাসেলকে নিয়ে ৪২ রানের ঝড়ো জুটি গড়েন স্যামুয়েলস। রুবেলের বলে ফিরে যাওয়ার আগে ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ২৬ রান করেন স্যামুয়েলস। এরপর শুরু হয় রাসেল ঝড়। ২১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন রাসেল। ১১ বল বাকি থাকতেই সহজে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১১:০৭:৩৬ ৫৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd new #bongo-news #breaking news world news