বুধবার, ১ আগস্ট ২০১৮
রাজশাহীতে র্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত
Home Page » জাতীয় » রাজশাহীতে র্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত
বঙ্গ-নিউজ: রাজশাহী বেলপুকুর থানার তারাশ উত্তরপাড়া এলাকায় র্যাবের সাথে গোলাগুলিতে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব ৫৭ বোতল ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করেছে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল জানান, মঙ্গলবার রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নির্বাচন পরবর্তী টহল দিচ্ছিল। র্যাবের ওই দলটি বেলপুকুর থানার তারাশ উত্তরপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বাগানে আলো দেখতে পেয়ে গাড়ী থেকে নামে। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুড়ি ছুড়লে র্যাবও পাল্টা গুড়ি ছুড়ে।
গোলাগুলির একপর্যায়ে লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে র্যাব একজনকে পড়ে থাকতে দেখে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে মাদক ব্যবসায়ী।
বাংলাদেশ সময়: ৮:২৮:৫২ ৪৬৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম