সোমবার, ১৭ জুন ২০১৩
তেজগাঁওয়ে পোশাক শ্রমিক বিক্ষোভ
Home Page » জাতীয় » তেজগাঁওয়ে পোশাক শ্রমিক বিক্ষোভবঙ্গ- নিউজ ডটকমঃ বিনা নোটিসে কারাখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো রোডের ইউটা গার্মেন্টের পোশাককর্মীরা শ্রমিকরা বিক্ষোভ করেছেন।সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। এরপর থেকে নাবিস্কো-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আট থেকে ১০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইউটা গার্মেন্ট বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা যানবাহন ভাংচুর চালালে পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার জানান, সকালে বিক্ষোভ শুরুর পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও টিয়ার শেল নিক্ষেপ করে।
পুলিশ জানায়, এতে আট থেকে ১০ জন শ্রমিক আহত হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৬ ৪৪১ বার পঠিত