বুধবার, ১ আগস্ট ২০১৮
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫ উইকেট হারাল বাংলাদেশ
Home Page » ক্রিকেট » টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫ উইকেট হারাল বাংলাদেশ
বঙ্গ-নিউজ: ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই অ্যাশলে নার্সের শিকার হয়ে ফিরেছেন তামিম ইকবাল। নার্সের ৪র্থ বলে বোল্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার। দুজনই শূন্য রানে বিদায় নেন।
এরপর মাত্র ২১ বল খেলে ২৪ রান করে পাউল’র বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান লিটন দাস। ১০ বলে ১৯ রান করে সেই পাউল’র বলেই আউট হন সাকিব আল হাসান। এরপর মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহীম জুটি বাধঁলেও বেশিক্ষণ টিকতে পারেনি মুশফিকুর রহীম। ১১ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যায় মুশফিক। বর্তমানে ১৩ বল খেলে ২৪ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ। অপর প্রান্তে ২ বল খেলে ১ রান নিয়ে মাঠে আছেন আরিফুল হক। বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে ১০০ রান।
এরআগে বুধবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বাসেতেরে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক কার্লস ব্র্যাথওয়েট।
টাইগারদের বিপক্ষে এ ৩ ম্যাচ সিরিজে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। এক বিবৃতিতে ক্যারিবীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৯ বছর বয়সী ব্যাটসম্যানকে বিশ্রাম দেয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধোলাই হয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঘরে তুলেছে সফরকারীরা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব-আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
ওয়েস্ট ইন্ডিজ দল: আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, কার্লস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কিমো পল, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ৮:১০:২৪ ৪৪৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম