মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

কালিয়াকৈরে মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮



 kaliakair upjela

ফজলুল হক.বঙ্গ নিউজ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় সোমবার রাতে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্র ফাহাদ সিকদার আত্নহত্যা করেন।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় ইয়ামিন সিকদারের ছেলে ফাহাদ সিকদার (১২)।
পুলিশ ও পরিবার  সূত্রে জানা গেছে, ইয়ামিন সিকদার রশিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র । সে লেখা-পড়ায় মনোযোগী না থাকায় তার মা মাঝে মধ্যে খুব রাফ ব্যবহার করতো । এই জের ধরেই মার সাথে অভিমান করে গতকাল রাতে ঘরে দরজা বন্ধ করে ঘরের আড়ের সাথে মাফলাট দিয়ে ফাস দিয়ে আত্নহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে প্রেরন করেন।
কালিয়াকৈর থানার এস আই আব্দুল হাকিম জানান, এঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি মর্গে প্রেরন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫০   ৫৪৭ বার পঠিত