মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

মধ্যনগরের মহিষখলায় কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ী মঞ্জুরুল ওরফে মঞ্জিল গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরের মহিষখলায় কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ী মঞ্জুরুল ওরফে মঞ্জিল গ্রেফতার
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮



ছবি-বঙ্গ-নিউজস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ-
সুনামগঞ্জের মধ্যনগর থানার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের  মহেষখলা বাজারে সোমবার(৩০ জুলাই)সন্ধ্যা সাড়ে সাতটায় ১২পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী মঞ্জুরুল ওরফে মঞ্জিল(৩২)কে গোপন সংবাদের ভিত্তিতে  গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মঞ্জিল উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এর পূর্বে আবার সে গেল ২৩ শে ২০১৮ তারিখে ইয়াবাসহ গ্রেফতার হয়। ফলে জামিনে মুক্তি পেয়ে আবার সে ইয়াবা ব্যাবসায় নিজেকে আত্মনিয়োগ করে করে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল এগারোটায় ইয়াবা ব্যাবসায়ী মঞ্জিলকে আদালতে চালান করা হয়।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বঙ্গ-নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছি। সে ঐ এলাকার একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী। এর পূর্বে ইয়াবাসহ আবার তাকে গ্রেফতার হয়েছিল । তিনি আরোও জানান আমরা মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স,যেকোনো মূল্যে মধ্যনগর থানাকে মাদক মুক্ত করব।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৭   ৯৪৩ বার পঠিত