মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
সিলেটে মেয়র পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি-রিটার্নিং কর্মকর্তা
Home Page » জাতীয় » সিলেটে মেয়র পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি-রিটার্নিং কর্মকর্তা
বঙ্গ-নিউজ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুইটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় মেয়র পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
আজ সোমবার (৩০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে তিনি এ কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘যেহেতু দুইটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে সেহেতু আমরা আজ ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে পারবো।’
এদিকে ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ধানের শীষ প্রতিকে তিনি ভোট পেয়েছেন ৯০ হাজার ৪৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৫৪। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান হাত পাখা প্রতিকে পেয়েছে ২ হাজার ১৯৫। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মোহাম্মদ আবু জাফর পেয়েছেন মই প্রতীকে ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ঘড়ি প্রতিকে ২৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান সেলিম বাস প্রতিকে ৫৮২ ভোট।
সিলেট সিটির ২৭ ওয়ার্ডে ১৩৪ ভোটকেন্দ্রে কক্ষের সংখ্যা ৯২৬টি। এসব ভোটকেন্দ্রে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ কক্ষে সম-সংখ্যক সহকারি প্রিসাইডিং অফিসার এবং কক্ষে দুইজন করে ১৮৫৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।
এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। তবে, এ সিটিতে পুরুষ ভোটার বেশি। এ সিটিতে মেয়র প্রার্থী ৭ জন।
উল্লেখ্য, গাজীপুর, খুলনা, রাজশাহী ও বরিশালে জয় পায়নি বিএনপি। অবশেষে সিলেটে জয় পেয়েছে তারা।
বাংলাদেশ সময়: ৭:৫৭:৫২ ৫১২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম