মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
নতুন সুর ও কথার সন্ধানে ডঃ প্রদীপ চন্দ্র দাস
Home Page » বিনোদন » নতুন সুর ও কথার সন্ধানে ডঃ প্রদীপ চন্দ্র দাস
বঙ্গ-নিউজঃ অধ্যাপক ডঃ প্রদীপ চন্দ্র দাস অধুনা কলিকাতা শহরের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে অধ্যাপনারত। পিতা শ্রী হরিধন চন্দ্র দাস ও মাতা শ্রীমতী মালতী দাস জন্মসূত্রে অধুনা নেত্রকোনার লক্ষীগঞ্জ নিবাসী ছিলেন। বর্তমান পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তাঁর বেড়ে ওঠা। ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় থেকে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। মায়ের কাছে গান শেখা, লেখা ও সুর করা ছোট থেকেই, এছাড়া কবিতা লেখা গল্প লেখাতেও সমান আগ্রহী। মাতৃলালয় ও পিতালয় স্বরূপ বাংলাদেশের সাথে তাঁর নাড়ীর টান। আধুনিক বাংলাগান, লোকসংগীত, দেহতত্ত্বের গান ও বাউলগান শোনা, লেখা ও সুর করায় তাঁর অত্যাধিক আগ্রহ। বিশেষকরে আধুনিক প্লেব্যাক ও লোকগান তাঁর সর্বাপেক্ষা পছন্দের পরিসর। নতুন সুর ও কথার সন্ধান তাঁর প্রিয় বিষয়।
বাংলাদেশ সময়: ২:২৭:৫৬ ২৩৫২ বার পঠিত #নতুন সুর ও কথার সন্ধানে ডঃ প্রদীপ চন্দ্র দাস #বাংলা গান