মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
ধামরাইয়ে মাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা
Home Page » প্রথমপাতা » ধামরাইয়ে মাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা
বঙ্গ নিউজ: ধামরাইয়ে ঘুমন্ত অবস্থায় থাকা মায়ের গলা কেটে হত্যা করেছে ছেলে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাবা ও আরেক ভাই গুরুতর আহত হয়েছে।
সোমবার ভোর রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে ঘুমন্ত অবস্থায় থাকা মা জামিলা খাতুনকে (৫৫) গলা কেটে হত্যা করে মানুষিক ভারসাম্যহীন ছেলে রায়হান। এ সময় তার বাবা আব্দুল বাছের ও বড় ভাই মাহমুদুল ইসলাম রতন তার মাকে বাচাতে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে সে। এদিকে স্থানীয়রা আহত বাবা ও আরেক ছেলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১:০৭:৫০ ৬০৬ বার পঠিত