মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাকে ইভটিজিং অভিযোগে কলেজ থেকে বহিস্কার

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাকে ইভটিজিং অভিযোগে কলেজ থেকে বহিস্কার
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮



 KaliaKair

ফজলুল হক.বঙ্গ নিউজ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের স্নাতক শাখার শিক্ষার্থী ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজাদ কামাল সোহানকে ইভটিজিংয়ের অভিযোগে কলেজ থেকে বহিস্কার করা হয়েছে। আজাদ কামাল সোহানকে বহিস্কারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের একাডেমী কাউন্সিল ও শিক্ষক সভায় এ সিদ্ধান্ত নেয়। পরে গত রোববার ওই কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বহিস্কারের সিধান্ত ওই শিক্ষার্থীকে জানানো হয়। কলেজের শিক্ষার্থীরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের স্নাতক  ২য়বর্ষ সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করে। পরে ওই নারী শিক্ষার্থী অধ্যক্ষ বরাবর বিচারের দাবীতে একটি আবেদন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের একাডেমী কাউন্সিল ও শিক্ষক সভায় আজাদ কামাল সোহানকে কলেজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
পৌর ছাত্রলীগের অহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, ওই রকম একটি ঘটনার কথা শুনেছি। কলেজ কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নিয়েছে তার বিষয়টি আলোচনা করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া য়ায়।
তবে এব্যাপারে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন জানান, ওই ঘটনায় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিস্কার করা হলেও বিষয়টি আবার তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যবিদবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:৫২:৪৭   ৬৯৮ বার পঠিত